Tuesday 21 February 2017

★ উপলব্ধি ★

ঘৃণা কোরো না,ওতে ভোলা যায় না |
বরং,গঙ্গার ঘাটে চলো
সালোয়ার গুটিয়ে নাও গোড়ালির ওপর,
ছোট ছোট ঢেউ চুমু দিক পায়ের পাতায় |

এবার বলোতো,কিসের ঘৃণা ?
না পাওয়ার ? পেয়েছিলে তো !

হারিয়ে ফেলার ? স্বেচ্ছায় তো !

অসুখী থাকার ?

পায়ের পাতায় এসে জড়াবে একটুকরো কচুরিপানা,
যত্ন করে তোলো |
আগাছা সরিয়ে আদর করে কোলে রাখো,
পড়ন্ত বিকেলের কমলা আলোয় তাকাও,ভাসিয়ে দাও ওকে
কোলের থেকে | বিসর্জন...

অনুভূতিটা রয়ে গেলো,ভালোলাগার |

পরের বার তা বলে আগাছা হয়ো না,একসাথে ভাসার আশায় !

2 comments:

  1. "পরের বার তা বলে আগাছা হয়ো না,একসাথে ভাসার আশায় !" - সুন্দর

    ReplyDelete
    Replies
    1. তোর মতো পাঠক লেখার উৎসাহ বাড়িয়ে দেয় | ধন্যবাদ...

      Delete