Sunday 7 May 2017

বেঘর

মফস্বল যেখানে গিয়ে শহরের সঙ্গে মেশে
তার ঠিক একটু আগে
বেশ কয়েকটা গাছ বন্ধু আছে আমার |
ওদেরি কারো কাছে যখন প্রেমিকাকে নিয়ে আশ্রয় নিই
ছায়া দেয়,জুড়িয়ে যাওয়া ছায়া |
মিষ্টি কথা অথবা খুনসুটিতে
রাগ-অভিমান
ঝরিয়ে দেয় কিছু ফুল আর পাতা |

আজ বিকেলে গিয়েছিলাম প্রেমিকার দেওয়া সময়ে আশ্রয় দের কাছে,
দেখি
সভ্যতার দোহাই দিয়ে আমার আশ্রয় গুলি কেড়ে নিয়েছে কারা,
নিপুন করাতে !
প্রেমিকাও আর আসেনি...
গাছের আশ্রয়েই ভালোবাসা বেড়ে ওঠে ||