Saturday 18 February 2017

"খবর পড়ছি দেবদুলাল...”
.
আদালতের রায়ে
আজ দোকান-স্থাবর-অস্থাবরের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিশেষ সংবাদ্দাতা দ্বারা জানা গিয়েছে
কাঁটাতার পেরোনো রিফিউজিকে পুনর্বাসিত করা হচ্ছে
“নো ম্যান্স ল্যান্ডে”;
সরকারি ও বেসরকারি নিয়মানুযায়ী
সঙ্গে একটি লোটা,কম্বল ও চিরকুট দেওয়া হবে,
লঙ্গরখানার থালা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের না।
.
পরিচয়পত্রহীন হওয়ায় উক্ত উদবাস্তুকে
ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় দন্ডিত করা হয়েছে,
আগামী ১১ই জানুয়ারী বেলা তিনটে তিরিশ মিনিটে
শাশ্তিদানের সময় মঞ্জুর করেছেন মহামান্য আদালত;
সুস্থ নাগরিবৃন্দ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

.

বিশেষ সংবাদদাতা দ্বারা সদ্য জানা গিয়েছে
শাশ্তিদানের অনতিকাল পরেই উক্ত রিফিউজি
অনুদানের লোটা-কম্বল-চিরকুট না নিয়েই
নিরুদ্দেশ হয়েছেন...
নিলাম সংবাদ শেষ হলো,এবার নিরুদ্দেশ সম্বন্ধে ঘোষনা-
নিরুদ্ধেশ হওয়ার সময় পরনে ছিলো তামাটে রঙের পোষাক,
পরিভাষায় চামড়া,
শনাক্তকরন চিহ্ন ‘বুকের বাঁ’দিকে একটি গর্ত আছে,
পাঁজরের হাড় নেই।
.
খবর শেষ হলো।।

No comments:

Post a Comment