Monday 20 February 2017


☆সব চরিত্র কাল্পনিক—২☆
—————————————

বহুদিন খোঁজ নেই ইন্দ্রর |
"সব লণ্ডভণ্ড করে দেব" মাথাচাড়া দেয় সাঁঝবাতির | হাওড়া থেকে চেপে পড়ে ট্রেনে |
পৌঁছে পায়ে হেঁটে কলিংবেল...

মুখোমুখি তৃণা-সাঁঝবাতি !

ভেতরে এসো,চা খাবে ?
"না,কিছু কথা পরিস্কার করতে এসেছি | এখনই ফিরে যাব
ওকে ডেকে দাও একটু প্লিজ,তুমিও থাকো,সামনেই বলবো"

ডেকেছি,বলো ওকে যা বলার...
ইশারা ফ্রেমের দিকে,যেখানে ইন্দ্রর গালে তৃণা...

"মানে ?"

তৃণা উঠে যায় ফ্রেমের সামনে |
দুজন'কে পাশাপাশি দাঁড় করিয়ে দিলো,নিজে সামনে থেকে !
এটা বালিশের নীচে পেয়েছি,আজ বুঝলাম তোমার জন্যে ছিল |

মোড়ানো কাগজটা ট্রেনে বসে খোলে সাঁঝবাতি—
একটা সাদা পাতা,
একপিঠে ওপরে লেখা 'সাঁঝবাতি'
উল্টোপিঠে নীচে,ডানদিকে 'অরিন'


No comments:

Post a Comment