Friday 24 February 2017

☆ ফিরে গিয়ে...☆


যখন ট্রেনলাইন মিশতো জংশনে
ধুলোময় ঝড়,বাদাম শরবত,তীব্র হর্ন,
খাল টায় জল ছিলো না মোটে,
বরং ধারের ধাপিতে বসা যাক |

মনে আছে বিড়ির কাউন্টারের দমকা কাশি
কিভাবে থামিয়েছিলাম তোমার ?

একটা পাতামরা গাছের ছবি এঁকেছিলে
বেগুনি রঙের সিল্যুয়েটে,
লাল ঘোড়ার সওয়ারি এখনও ধুলো ওড়ায় সেখানে...
জানো,ঐ মরা গাছ টায়,যেখানে কাক সংসার পেতেছিলো,
নতুন পাতা এসেছে |

আচ্ছা ! কোকিল ডেকেছিল সেই বসন্তে ?

2 comments:

  1. একটা অপূর্ব মনকেমন...

    ReplyDelete
    Replies
    1. সার্থক বোধ হলো,অনুভূতিটা বোঝাতে পেরে |

      Delete