Sunday 19 February 2017

বিদেহী ৩

শীতের কামড় চারপাশে,
এখানে ওখানে ধুনি জ্বালিয়ে একটু উত্তাপের খোঁজে,মানুষ-অ-মানুষেরা
জমিয়ে রাখা ছবি ফেলে দিচ্ছে,আগুনের হাতে,
উত্তাপ জিইয়ে রাখার তাগিদে |

গাঙ্গেয় শ্মশানে পোড়া মাংসের গন্ধে দু রকম স্বাদ,
একটায় পিশাচ মাতোয়ারা
একটায় সমাজ দিশেহারা !

বিভিন্ন কোলাজ মনে করতে করতে
শীতে কাঁপতে কাঁপতে
ঘাট থেকে লোকালয়ের শর্টকাট শ্মশানের রাস্তা ধরে জোরকদম
চেনা অবয়বে আটকে গেল !
কবেকার ছাই হয়ে যাওয়া বিবস্ত্র হারামজাদা
নিজের রক্ত চেটে ভরা শীতে শরীর জিইয়ে রাখছে !

বিঠোফেনের ফিফথ সিম্ফনি ঝমঝম করে বাজছে

No comments:

Post a Comment