Friday 24 March 2017


“তোর সত্যি,তোর মিথ্যে”
☆☆☆

জানি,হয়তো মিথ্যে ছিলি না, তোরও বোধহয় দায় ছিল কোনো !
সত্যি করে বল বুকে হাত রেখে এক'কথারও ভালোবাসিসনি কখনও !
অহেতুক চুমুর প্রতিলিপি অকারণ উত্কণ্ঠা তোর,
সঞ্জীবনী মনে করিয়ে দিস, সাথে ফাউ,রাগ...নামহীন জোর...

সব মেকি, তাই সাজানো বাগানে অনেক আঙুল খেলছিল সারাদিন,
সত্যি বল ! একটাও তুই নয় ? আমি ছিলাম,আর আকাশ,সীমাহীন |

 কাজের শেষে আঁচড় মুছে সাফ... সাদা পাতা আবার ঝকঝকে !
অন্য কোথাও রক্ত বয়েই যায় !
তোর মসৃণ পেলব কাঁচ ত্বকে
ঠান্ডা হাওয়া ছুঁয়ে আসে ; ও আমার পাড়া দিয়েও বয়ে যায় !
তুই জানিসনে,তোর একটুকরো গন্ধ হাওয়াই আমাকে লুকিয়ে এনে দেয়...

বল না ভেবে,কি কি পেলি তুই ! পাথুরে কথা পোড়া মন,আর  লাশ !
বেশ...তার ওপর জ্বলুক তোর আলো,
কয়েকটা দিন,নয়তো বারোমাস !

দূরভাষ চুপ,উড়োচিঠি চুপচাপ,
মিথ্যে অনেক খেলাধুলা হলো, জানিস !
তুই আগাগোড়া মিথ্যুক,তাও তোর মিথ্যে ভীষণ সত্যি ছিল

☆☆

No comments:

Post a Comment